Monday, May 21, 2012

দ্বিতীয়া

তিথিহীন  প্রেমালাপ 
বিপথগামী হয়ে  জানিয়েছিল 
পরিচিত  এক  অশনি সংকেত !

পথ  চলতি প্রেমিকার 
হাত  ছাড়িয়ে পালিয়ে এসেছি 
তখুনি 

প্রতিধ্বনি ফিরে  এসেছিল 
হাহাকার  হয়ে ;
প্রতারক  ভালোবাসারা 
শিকড়  ছড়িয়েছিল  মনের  ভিতর ...
দুরারোগ্য ক্যানসার  এর  বেশে .

বিকেলের  সূর্যটা কে  
গুড  বাই  বলে 
সন্ধ্যার  চাঁদ টা হেসেছিল  বেশ .

দিশারী